18500

05/10/2025 ফরেন সার্ভিস একাডেমি ও আইসিআরসির সমঝোতা স্মারক সই

ফরেন সার্ভিস একাডেমি ও আইসিআরসির সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই ২০২৩ ১৯:৩৯

বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। মঙ্গলবার (২৫ জুলাই) এটি সই হয়।

ফরেন সার্ভিস একাডেমি জানায়, সমঝোতা স্মারকে ফরেন সার্ভিস একাডেমির পক্ষে রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এবং আইসিআরসির পক্ষে সংস্থাটির ঢাকায় নিযুক্ত প্রতিনিধিদলের প্রধান অ্যাগনেস ধুর সই করেন।

সমঝোতা স্মারক সইয়ের কারণ হিসেবে ফরেন সার্ভিস একাডেমি জানায়, আন্তর্জাতিক হিউমেনিটেরিয়ান ল (আইএইচএল)-এর অধীনে মানবিক কূটনীতির প্রচার, প্রসার এবং শিক্ষাদানের বিষয়ে উভয়পক্ষের মধ্যে কার্যকর ও টেকসই সহযোগিতা প্রতিষ্ঠা করা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]