18453

07/05/2025 হৃতিকের ‘কৃষ’ সাজে ছাদ থেকে ঝাঁপ শিক্ষার্থীর, হাসপাতালে ভর্তি

হৃতিকের ‘কৃষ’ সাজে ছাদ থেকে ঝাঁপ শিক্ষার্থীর, হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক

২৫ জুলাই ২০২৩ ১৭:০২

সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে অনেকেই বাস্তবে বিভিন্ন কাণ্ড করে থাকেন। বিশেষ করে বাচ্চারা তো এর দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। কখনও শক্তিমান, কখনও সুপারম্যান বা স্পাইডারম্যান হয়ে ঝাঁপাঝাঁপি করে থাকে।

তবে এবার হৃতিকের কৃষ ছবির কায়দায় স্টান্ট দেখাতে গিয়ে গুরুতর আহত হয়েছে কানপুরের ৮ বছর বয়সী স্কুলপড়ুয়া এক শিক্ষার্থী।

সূত্রের খবর অনুযায়ী, কানপুরের একটি স্কুলের দোতলার ছাদ থেকে কৃষ সেজে ঝাঁপ দিয়েছে শিশুটি। তবে প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হয়ে সে হাসপাতালে ভর্তি।

ওই স্কুলের প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এমনিতেই এই শিক্ষার্থী খুবই ডানপিটে। আমরা জেনেছি বাচ্চাটি তার মায়ের কাছে বহুদিন ধরেই কৃষ হওয়ার জন্য বায়না করত। তবে হঠাৎ করে স্কুলের ছাদ থেকে লাফ দেবে তা বুঝতে পারেননি।

আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে ওই শিক্ষার্থী। তার হাত ও পায়ে গুরুতর চোট রয়েছে। স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা এই ঘটনায় যাতে প্রভাবিত না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]