18311

05/10/2025 দশ বছরে শিশু শ্রমিক বেড়েছে ৮০ হাজার

দশ বছরে শিশু শ্রমিক বেড়েছে ৮০ হাজার

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই ২০২৩ ০২:১৩

গত দশ বছরে দেশে শিশু শ্রমিক বেড়েছে ৮০ হাজার। ২০১৩ সালে দেশে শিশু শ্রমিকের সংখ্যা ছিল ১৭ লাখ। ২০২২ সাল শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৮০ হাজার।

বুধবার (১৯ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত জাতীয় শিশুশ্রম জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে বলা হয়, দেশে অনুমোদিত কাজ করে এমন শিশুর সংখ্যা বেড়েছে। ২০২২ সালে কাজে জড়িয়ে পড়া শিশুর সংখ্যা ৩৫ লাখ ৪০ হাজার, ২০১৩ সালে এমন শিশু ছিল ৩৪ লাখ ৫০ হাজার।

এতে দেখা যায়, দেশে ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়া শিশুর সংখ্যা কমেছে। ২০২২ সালে ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়া শিশুর সংখ্যা ১০ লাখ ৭ হাজার। ২০১৩ সালে তা ছিল ১২ লাখ ৮০ হাজার।

বিবিএস বলছে, দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুর সংখ্যা ৩ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৫ জন। ২০১৩ সালে তা ছিল ৩ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৩৮৪ জন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]