17889

05/10/2025 দেশে পৌঁছেছে ৯৩ টন কাঁচা মরিচ, আসবে আরও ৩৭ হাজার টন

দেশে পৌঁছেছে ৯৩ টন কাঁচা মরিচ, আসবে আরও ৩৭ হাজার টন

নিজস্ব প্রতিবেদক

৩ জুলাই ২০২৩ ০১:৩০

দেশে কাঁচা মরিচের দাম বৃদ্ধি ও ঘাটতি মেটাতে এ পর্যন্ত মোট ৯৩ টন মরিচ আমদানি করা হয়েছে। কেবল আজ রোববারই (বিকেল ৫টা পর্যন্ত) ৫৫ টন মরিচ দেশে এসেছে।

রোববার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম।

তিনি জানান, ঈদের ছুটির পরে আজ (রোববার) বিকেল ৫টা পর্যন্ত ৫৫ টন কাঁচা মরিচ দেশে এসেছে। এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশে এসেছে মোট ৯৩ টন।

প্রসঙ্গত, সম্প্রতি সারাদেশে ভারী বৃষ্টিপাতের কারণে কাঁচা মরিচের সরবরাহ কম দাবি করে এর দাম বৃদ্ধি করেছেন ব্যবসায়ীরা। দাম বাড়তে বাড়তে কোরবানির ঈদের আগের দিন থেকে রাজধানীর বিভিন্ন স্থানে এক হাজার থেকে ১২০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। তবে বর্তমানে দাম কমে এলাকাভেদে ৬০০-৮০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]