17807

05/10/2025 ঈদের আগে জাল টাকার ছড়াছড়ি, ডিবির জালে যুবক

ঈদের আগে জাল টাকার ছড়াছড়ি, ডিবির জালে যুবক

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন ২০২৩ ০১:০১

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৮১ হাজার টাকার জাল নোটসহ ইমাম হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৪ জুন) বিকেলে থানার ডিটি রোড পাহাড়তলী চাল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, ঈদুল আজহাকে সামনে রেখে জাল টাকাগুলো বাজারে সরবরাহ করা হচ্ছিল।

ইমাম হোসেনের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি গ্রামের পদুয়া হাওলাদার বাড়ি এলাকায়। তার বাবার নাম নুরুজ্জামান হাওলাদার।

ডিবি মহানগর বন্দর ও পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) আলী হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে জাল নোটগুলো চট্টগ্রামে আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]