17516

05/10/2025 আওয়ামী লীগকে হারানোর শক্তি এদেশের কারও নেই : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগকে হারানোর শক্তি এদেশের কারও নেই : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১২ জুন ২০২৩ ০০:৫০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আবার অগ্নিসন্ত্রাসের বার্তা দিচ্ছে। জামায়াতকে দিয়ে বিএনপি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে দিয়ে দেশকে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় বিএনপি। কারণ, বিএনপি জানে তারা নির্বাচনে জয়ী হতে পারবে না।

রোববার (১১ জুন) সন্ধ্যায় নীলফামারী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে হারানোর শক্তি এদেশে কারও নেই। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে এবং শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন।

তিনি আরও বলেন, যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির মাথা খরাপ হয়ে গেছে। বিএনপিকে কখনই মাঠ দখল করতে দেওয়া হবে না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]