1751

05/19/2024 আগামী মাসেই করোনা ভ্যাকসিনের অনুমোদন দেবেন ট্রাম্প

আগামী মাসেই করোনা ভ্যাকসিনের অনুমোদন দেবেন ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২০ ১৯:৪৫

আগামী অক্টোবরেই যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এমন দাবি করেন।

ট্রাম্প বলেন, নিরাপদ উপায়ে ভ্যাকসিন উৎপাদন এবং বণ্টনের জন্য আমরা সঠিক পথে আছি। আশা করছি অক্টোবর অথবা নভেম্বর থেকে আমরা ভ্যাকসিনের বণ্টন শুরু করতে পারবো।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন, ২০২১ সালের মধ্যবর্তী সময় অথবা শেষের দিকেও ভ্যাকসিন না পাওয়া যেতে পারে।

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের আগেই করোনার ভ্যাকসিন যুক্তরাষ্ট্রে বণ্টন করতে চাইছেন ট্রাম্প। বর্তমানে বিশ্বে বেশ কয়েকটি ভ্যাকসিন চূড়ান্ত হিউম্যান ট্রায়ালে রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]