17302

05/10/2025 ডিএমপির ৬ এসি ও পরিদর্শককে বদলি

ডিএমপির ৬ এসি ও পরিদর্শককে বদলি

নিজস্ব প্রতিবেদক

৬ জুন ২০২৩ ০০:০৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনজন সহকারী পুলিশ কমিশনার (এসি) ও তিনজন পরিদর্শককে বদলি করা হয়েছে।

রোববার (৪ জুন) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের আলাদা দুটি আদেশে তাদের বদলি করা হয়েছে।

প্রথম বদলির আদেশে বলা হয়, ডিএমপির শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক এবং সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রথম আদেশে লালবাগ বিভাগের এসি (প্রেট্রোল-কোতয়ালী) মো. শাহীনুর ইসলামকে কোতয়ালী জোনে, ট্রাফিক গুলশান বিভাগের এসি মো. ইমরান হোসেনকে তেজগাঁও জোনে ও সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস বিভাগের এসি অমিত কুমার দাশকে ট্রাফিক গুলশান বিভাগে বদলি করা হয়েছে।

অন্য আদেশে বলা হয়, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

দ্বিতীয় আদেশে সশস্ত্র পুলিশ পরিদর্শক (লাইনওআর) মো. সোহরাব হোসেনকে ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগ ও সশস্ত্র পুলিশ পরিদর্শক (লাইনওআর) মো. মোজাম্মেল হককে ক্রাইম কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে। একই আদেশে আরও এক সশস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]