17132

05/10/2025 বনানীতে রড পড়ে কিশোরের মৃত্যু

বনানীতে রড পড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৩০ মে ২০২৩ ২০:০১

রাজধানীর বনানী রেলগেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে রড পড়ে অজ্ঞাতপরিচয়ের এক কিশোরের (১২) মৃত্যুর ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে।

চুয়াডাঙ্গার বাসিন্দা হাসিব হাসান নামে একজন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং ৭। ওই মামলায় হাসান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, এ ঘটনায় গতকাল (সোমবার) রাতে কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হাসান নামে এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি গাইবান্ধায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]