17110

04/29/2024 পায়ুপথে ছিল ১ কোটি ৭৪ লাখ টাকার স্বর্ণ

পায়ুপথে ছিল ১ কোটি ৭৪ লাখ টাকার স্বর্ণ

যশোর থেকে

২৯ মে ২০২৩ ২৩:২৭

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় তিনজন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর পায়ুপথ হতে ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। সোমবার (২৯ মে) সকালে বেনাপোল চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, গোপালগঞ্জের লোহাচুড়া গ্রামে আমজেদ মোল্লার ছেলে রনি আহম্মেদ (৪৪), একই গ্রামের শহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন (৩৬) ও ফরিদপুরের বানেশ্বরদী গ্রামের মোশারফ মিয়ার ছেলে হাবিব (৩৭)।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা তদন্ত সার্কেলের উপ-পরিচালক শায়েখ আরেফিন জাহেদী জানান, ভারতে যাওয়ার উদ্দেশ্যে তিন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্টে প্রবেশ করে। তাদের চলাফেরা এবং গতিবিধি সন্দেহজনক হওয়ায় সেখানে ডিউটিরত কাস্টমস গোয়েন্দা শাখার কর্মকর্তারা ওই তিন যাত্রীকে তল্লাশি করার জন্য ইমিগ্রেশনে অবস্থিত কাস্টমস তল্লাশি কেন্দ্রে নিয়ে যায়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মেডিসিন সেবন করিয়ে ওই আটক তিনজনের পায়ু পথ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩২০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭৪ লাখ।

তিনি আরও জানান, আটক তিন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদেরকে স্বর্ণ পাচার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]