17048

04/29/2024 মেসির প্রশংসায় পঞ্চমুখ পিএসজি কোচ

মেসির প্রশংসায় পঞ্চমুখ পিএসজি কোচ

ক্রীড়া ডেস্ক

২৭ মে ২০২৩ ২১:২১

কয়েকদিন আগেও ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজির হয়ে কী বিভীষিকাময় সময়ই না কাটিয়েছেন লিওনেল মেসি। অবশ্য এখনও যে পরিস্থিতি একেবারেই বদলে গেছে, তা নয়। তবে আগের চেয়ে কিছুটা হাফ ছেড়ে খেলতে পারছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

চলতি মৌসুমই হতে পারে পিএসজিতে মেসি অধ্যায়। তবে এখনও তার পরবর্তী গন্তব্য চূড়ান্ত না হলেও, ফরাসি শিবিরে তার থাকার সম্ভাবনা খুবই কম। মৌসুমের একমাত্র শিরোপা অর্জনের লক্ষ্যে তারা আজ (২৭ মে) মাঠে নামবেন। তার আগে আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে প্রশংসার বাণী শুনিয়েছেন ক্লাব কোচ ক্রিস্তফ গ্যালতিয়ে।

ফরাসি লিগ আঁ-য়ের শিরোপা আজই নির্ধারিত হয়ে যেতে পারে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজি মুখোমুখি হবে স্ট্রাসবুর্গের সঙ্গে। এটি বর্তমান মেসি-এমবাপেদের ক্লাব ফুটবলের চলতি মৌসুমে টিকে থাকা একমাত্র লিগ। এর আগে ফ্রেঞ্চ লিগ ও লিগ ওয়ানের শিরোপা খুইয়েছে ক্লাবটি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেও তাদের হতাশাজনক বিদায় হয়েছে।

শিরোপা নির্ধারণী ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এসেছিলেন পিএসজি কোচ গ্যালতিয়ে। মেসিকে নিয়ে কথা প্রসঙ্গে কোচ জানান, ‘নিজের প্রচেষ্টায় পুরো মৌসুমজুড়েই মেসি দারুণ। লিও-ই ফুটবল। এটা সত্য। প্রত্যেকদিন অনুশীলন ও ম্যাচের দিনও তাকে দেখে থাকি। গোল ও অ্যাসিস্টে সে অসাধারণ।’

মেসিকে নিয়ে নিজের সন্তুষ্টির কথা উল্লেখ করে গ্যালতিয়ে বলছেন, ‘এ বছর মেসির পরিসংখ্যান খুবই ভালো। গতবারের চেয়ে অনেক উন্নত। দারুণ সময় কাটছে, তবে মানুষ ওর কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করে থাকে। আমি মানুষের মন্তব্য শুনি, সমালোচনাও শুনি। কিন্তু তার মতো যখন সময় যাবে, এটা আমার জন্য বিশাল কিছু। তার সম্পর্কে প্রতিপক্ষ স্ট্রাসবুর্গ কোচও ইতিবাচক মন্তব্য করেছেন, অ্যান্তোনেত্তিও বলেছেন- মেসি মানেই ফুটবল এবং এটাই সত্য।’

রাতের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে পিএসজি কোচের মত, ‌‌‘মার্শেইয়ের কাছে হেরে আমাদের লিগ ওয়ান হাতছাড়া হয়েছেন। কিন্তু আপনি হিসাব কষতে পারেন। আমরা হয়তো আজই চ্যাম্পিয়ন হবো না, আমাদের সামনে আরও সুযোগ রয়েছে। তবে আশা করছি আজকেই সেটি (শিরোপা নিশ্চিত) হয়ে যাবে।’

এদিকে, গুঞ্জন রয়েছে চলতি মৌসুমেই পিএসজির হয়ে গ্যালতিয়ে অধ্যায় শেষ হতে যাচ্ছে। তার জায়গায় ডাগআউটে দেখা যেতে পারে মার্সেলো গালার্দো কিংবা লুইস এনরিকেকে। সেই প্রসঙ্গে গ্যালতিয়ে বলছেন, ‘আমার সঙ্গে লুইস ক্যাম্পোসের (পিএসজির স্পোর্টস ডিরেক্টর) স্থায়ী চুক্তি হয়েছে। এ বিষয়ে আমাদের কথাও হয়েছে। তবে পরবর্তী মৌসুম নিয়ে এখনও নতুন করে কথা হয়নি। হয়তো নতুন কিছু নাম শোনা যাচ্ছে। এটি আমার চাকরিরই অংশ, যা আমাকে বিরক্ত করে না।’

আসন্ন জুনে মেসির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে পিএসজির। মাঝখানে সৌদি সফরে অনুমতি ছাড়া তার সফরকে কেন্দ্র করে পরবর্তী মৌসুমে না রাখার কথা জানালেও, ফরাসিদের সুর নরম হয়ে গেছে। সম্ভাব্য শিরোপা জিততে তারা নতুন করে মেসিকে পেতে চায়। তবে ক্লাব সমর্থকদের বারবার দুয়ো এবং বিদ্বেষী আচরণ নিশ্চয়ই তার জন্য স্বস্তির পরিবেশ অক্ষুণ্ন রাখেনি। তবে বার্সেলোনা কিংবা সৌদি ক্লাব আল-হিলালের মতো কয়েকটি সম্ভাব্য গন্তব্য মেসির তালিকায় রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]