1701

05/15/2024 নোবেল শান্তি পুরস্কারের জন্য বাংলাদেশি-আমেরিকান অধ্যাপক মনোনীত

নোবেল শান্তি পুরস্কারের জন্য বাংলাদেশি-আমেরিকান অধ্যাপক মনোনীত

সময়নিউজ ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২০ ১৮:১৩

নোবেল শান্তি পুরস্কারের জন্য বাংলাদেশি-আমেরিকান অধ্যাপক ডা. রুহুল আবিদ এবং তার অলাভজনক সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল'কে (এইচএইএফএ) মনোনয়ন দিয়েছে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টন। ডা. রুহুল আবিদ যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি আলপার্ট মেডিক্যাল স্কুলের অধ্যাপক।

ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জ্যঁ ফিলিপে বিলিউ বিভিন্ন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আবিদসহ মোট ২১১ জন ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।

অধ্যাপক ডা. রুহুল আবিদ ঢাকা মেডিক্যাল কলেজ থেকে স্নাতক শেষে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে মলিক্যুলার বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্টিতে পিএইচডি করেন। ২০০১ সালে তিনি হার্ভার্ড মেডিক্যাল স্কুল থেকে ফেলোশিপ করেন। অধ্যাপক ডা. রুহুল আবিদ ব্রাউন গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের নির্বাহী ফ্যাকাল্টি মেম্বার। তার সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল বাংলাদেশে সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]