17009

05/10/2025 ৩৩ বছর পর যাবজ্জীবনের আসামি গ্রেপ্তার

৩৩ বছর পর যাবজ্জীবনের আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৫ মে ২০২৩ ১৯:১৯

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সহপাঠীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৪ মে) নগরের বায়েজিদ বোস্তামী থানার বিআরটিসি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহাবুদ্দিনের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার শৈলকাঠি গ্রামে। তার বাবার নাম নুরুল ইসলাম।

র‍্যাব জানায়, ভুক্তভোগী মো. সবুর এবং দণ্ডপ্রাপ্ত আসামি শাহাবুদ্দিন আনোয়ারার শোলাকাটা গ্রামের একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। ১৯৯০ সালের ২১ মার্চ সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাহাবুদ্দিন সবুরকে পেরেকযুক্ত কাঠের লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সবুরকে স্থানীয়রা হাসপাতালে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সবুর মৃত্যুবরণ করেন।

ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিলেন শাহাবুদ্দিন। ২০০৭ সালের ২৬ জুলাই পলাতক অবস্থায় শাহাবুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, দীর্ঘশ্বাস প্রায় ৩৩ বছর পলাতক আসামি শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। অবশেষে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]