16962

05/10/2025 প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : ঢাকা কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : ঢাকা কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

২৩ মে ২০২৩ ২১:৪১

রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর নিউমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা কলেজ ছাত্রলীগ।

মঙ্গলবার (২৩ মে) দুপুর একটায় ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের করা হয়। পরে সায়েন্স ল্যাবরেটরি মোড় ঘুরে নীলক্ষেত হয়ে পুনরায় ঢাকা কলেজের মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের বিএনপি-জামায়াতের উদ্দেশে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।

এতে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের নেতারা ৷ এসময় তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় ঘটনায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ মে) রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’

আবু সাঈদ চাঁদের এই বক্তব্যের পর ফুঁসে উঠেছে আওয়ামী লীগ। তাকে গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]