16905

05/10/2025 যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা জীবাণুমুক্ত করা লাগবে না

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা জীবাণুমুক্ত করা লাগবে না

নিজস্ব প্রতিবেদক

২১ মে ২০২৩ ১৯:০৬

কৃষি সচিব ওয়াহিদা আক্তার বলেছেন, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দাবি ছিল যে, সেখান থেকে যে তুলা আনি সেটা লিথিন বা ক্ষতিকারক পোকামুক্তকরণ করে বাজারজাত করা।

এক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ফিউমিগেশন (জীবাণামুক্ত) করা লাগবে না বলে সম্মতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

রোববার (২১ মে) সচিবালয়ে কাঁচা তুলা আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ও দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

কৃষি সচিব বলেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করা হতো৷ আমাদের দেশে চাহিদার তুলনায় তুলা আমদানি হয় না। আমাদের দেশে দুই লাখ বেলের মতো তুলা আমদানি হলেও প্রতিবছর ৮০ থেকে ৮২ বেলের মতো তুলা প্রয়োজন হয়। অর্থাৎ মোট চাহিদার প্রায় ৯০ শতাংশ তুলা আমদানি করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]