কুমিল্লা জেলার কোতোয়ালী থানার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ৯৩৮ বোতল ফেনসিডিলসহ মো. আবুল কাশেম (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার(১১ মে) সকালে দূর্গাপুর এলাকার ওই বাড়িতে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রপ্তার করা হয়। এসময় মজুদকৃত ৯৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে- কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন দুর্গাপুর এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ ফেনডিসিল দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে ফেনডিসিলসহ গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আবুল কাশেম পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে তার নিজ ঘরে মজুদ করে রাখতেন। পরবর্তীতে সুবিধামতো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।