16609

07/30/2025 দগ্ধ ৭ জনের কেউই ফিরলেন না

দগ্ধ ৭ জনের কেউই ফিরলেন না

নিজস্ব প্রতিবেদক

১০ মে ২০২৩ ১৬:৩৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ইব্রাহিম হাওলাদার (৩৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ সাত জনের মধ্যে সাতজনই মারা গেলেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, রূপগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় ৭ জনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম হাওলাদার নামে আরও এক যুবক মারা গেছেন। তার শরীরে ২৮ শতাংশ দগ্ধ ছিল। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায়।

৪ মে বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]