16511

05/11/2025 নিউমার্কেটে বসেছে ৭৬ অগ্নিনির্বাপণ যন্ত্র

নিউমার্কেটে বসেছে ৭৬ অগ্নিনির্বাপণ যন্ত্র

নিজস্ব প্রতিবেদক

৪ মে ২০২৩ ২২:১৭

অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর নিউমার্কেটে ৭৬টি অগ্নিনির্বাপণ যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) স্থাপন করেছে ব্যবসায়ী সমিতি। তাছাড়া জরুরি মুহূর্তে এসব যন্ত্র যেন খুঁজে পাওয়া যায় সেজন্য নকশা করা ম্যাপও প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা প্রহরী, মার্কেট পর্যবেক্ষকসহ অন্যান্যদের আগুন নিয়ন্ত্রণ ও জরুরি মুহূর্তে সাড়া প্রদানে জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে এসব তথ্য জানান নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

তিনি জানান, নিউমার্কেটের পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ দিকের প্রধান চারটি ফটক, মসজিদ, জেনারেটর কক্ষ, সাব স্টেশন ও ভেতরের মার্কেটের অবকাঠামোর বিভিন্ন অংশে এসব অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করা হয়েছে।

আমিনুল ইসলাম বলেন, সম্প্রতি নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের পর নিউমার্কেটেও নতুন করে অনেকগুলো অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন করা হয়েছে। আগেরগুলোও নতুন করে রিফিল করা হয়েছে। তাছাড়া আমাদের পক্ষ থেকে আগে থেকেই সংশ্লিষ্টদের অগ্নিনির্বাপণে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাছাড়া কোনো অগ্নি দুর্ঘটনা ঘটলে সহজেই যেন এসব ফায়ার এক্সটিংগুইশার পাওয়া যায় সেজন্য আমরা একটি ম্যাপ তৈরি করেছি এবং সাধারণ দোকান থেকে শুরু করে সবার কাছে পৌঁছে দিয়েছি।

সতর্কতার জন্য বৈদ্যুতিক ক্যাবলও পুনরায় যাচাই-বাছাই করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের এখানে বড় সুবিধা হলো কেন্দ্রীয়ভাবে মার্কেটের বিদ্যুৎ সঞ্চালন নিয়ন্ত্রণ করা যায়। যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে তবে আমরা সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করতে পারি। তবে দুর্ঘটনার পর দোকানগুলোতে বৈদ্যুতিক ক্যাবল পরীক্ষা করতে বলেছি। যেকোনো সমস্যা ধরা পড়লে তা দ্রুত সমাধান করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]