16481

05/11/2025 প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বানে ঘটনাস্থল ছাড়েন বিক্ষোভকারীরা

প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বানে ঘটনাস্থল ছাড়েন বিক্ষোভকারীরা

নিজস্ব প্রতিবেদক

৩ মে ২০২৩ ২১:৩৯

যুক্তরাষ্ট্রে রিটজ কার্লটন হোটেলের বাইরে বিক্ষোভরত বিএনপি-জামায়াত সমর্থকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার আহ্বান জানালে তারা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম নজরুল ইসলামের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে বাসস।

এম নজরুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বিএনপি-জামায়াত সমর্থকদের সমস্যা নিয়ে তাদের সাথে কথা বলার জন্য প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করার পরই তারা হোটেলের বাইরে তাদের অবস্থান ত্যাগ করে।’

তার আগে রিটজ কার্লটন হোটেলের হলরুমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ-বিশ্ব ব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দিতে ২৮ এপ্রিল ওয়াশিংটন ডিসি পৌঁছান শেখ হাসিনা।

মুখপাত্র বলেন, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় প্রধানমন্ত্রী হোটেলের বাইরে প্রচন্ড ঠান্ডা ও বৃষ্টির মধ্যে বিএনপি-জামায়াতের একটি গ্রুপকে বিক্ষোভ প্রদর্শন করতে দেখতে পেয়ে তাদের প্রতিনিধিদের সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, তারা যা বলতে চায়, এখানে এসে তাদের তা বলতে দাও।’

বিক্ষোভকারীদের হোটেলে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পরে প্রধানমন্ত্রীর পিএস-২ এবং সেখানকার বাংলাদেশ মিশনের আরও একজন কর্মকর্তা তাদের হোটেলে আমন্ত্রণ জানাতে যান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]