16390

05/12/2025 ঈদের পর একদিনে ঢাকায় ফিরেছেন সর্বোচ্চ ১৫ লাখ সিমধারী

ঈদের পর একদিনে ঢাকায় ফিরেছেন সর্বোচ্চ ১৫ লাখ সিমধারী

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৩ ০২:০২

পবিত্র ঈদুল ফিতরের ৫ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলেছে ২৪ এপ্রিল। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরেছেন প্রায় ৯৪ লাখ ৫৭ হাজার ২৫১ জন সিম ব্যবহারকারী। যদিও গত আট দিনে রাজধানী ছেড়েছেন ৫২ লাখ ৬২ হাজার ৬১০ সিমধারী। এরমধ্যে আজ (শনিবার) সর্বোচ্চ ১৫ লাখ ৬ হাজার ১৭৮ জন সিম ব্যবহারকারী ঢাকায় ফিরছেন।

শনিবার (২৯ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এই তথ্য জানা যায়।

মোস্তাফা জব্বারের পোস্টের তথ্য অনুযায়ী, উল্লিখিত ১১ দিনে ঢাকায় প্রবেশ করেছেন ৯৪ লাখ ৫৭ হাজার ২৫১ সিমধারী মানুষ। এর মধ্যে গ্রামীণফোনের ২৩ লাখ ৮৪ হাজার ৩২৪, রবির ২১ লাখ ১৮ হাজার ৯২৫, বাংলালিংকের ৪৭ লাখ ৬১ হাজার ২৫৮ ও টেলিটকের ২ লাখ ২৮ হাজার ৭৪৪ জন সিমধারী রয়েছে।

এই সময়ে ঢাকা ছেড়েছিলেন মোট ১ কোটি ৫২ লাখ ৬২ হাজার ৬১০ সিমধারী। এর মধ্যে গ্রামীণফোনের সিমধারী ৫৬ লাখ ১৬ হাজার ৪১৯, রবির ৩৩ লাখ ৭২ হাজার ৫৮৩, বাংলালিংকের ৬০ লাখ ৭১ হাজার ৬৬২ ও টেলিটকের ২ লাখ ১ হাজার ৯৪৬ সিমধারী রয়েছেন।

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর গত সোমবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খুলেছে। তবে আগামী ১ মে শ্রমিক দিবসের ছুটি রয়েছে। চলতি সপ্তাহেই ঢাকার বাইরে যাওয়া প্রায় সবাই ফিরবে। নগরীও ফিরবে সেই আগের রূপে।

মোস্তাফা জব্বার জানান, এটি মূলত মোবাইল ফোনের সিমের হিসাব। কোনো ব্যক্তির হিসাব নয়। কারণ একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে। আবার কেউ কেউ আছেন, যাদের কোনো মোবাইল সিম নেই। যেমন-পরিবারের ছোট বাচ্চাদের মোবাইল কিংবা সিম থাকে না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]