16386

05/12/2025 রংপুর বিভাগীয় আ.লীগের প্রথম সদস্য নবায়ন করলেন সজীব ওয়াজেদ জয়

রংপুর বিভাগীয় আ.লীগের প্রথম সদস্য নবায়ন করলেন সজীব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৩ ০০:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রথম সদস্য পদ নবায়নের মাধ্যমে রংপুর বিভাগীয় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সদস্য নবায়ন কর্মসূচি শুরু হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের রংপুর বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এ ঘোষণা দেন।

সজীব ওয়াজেদ জয়কে ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয়।

বর্তমানে তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]