16378

05/11/2025 চট্টগ্রামে রেললাইনের পাশে লাগা আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে রেললাইনের পাশে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২৩ ২১:৩৮

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় রেললাইনের পাশে একটি টায়ারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নির্বাপণ করা হয়। আগুন নিয়ন্ত্রণে আসায় স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচলও।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হালিম বলেন, পুরাতন টায়ারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বিকেল পৌনে ৩টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতায় প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এর আগে শনিবার (২৯ এপ্রিল) বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আসায় স্বাভাবিক হয়েছে চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল।

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম বলেন, অগ্নিকাণ্ডের কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেন আটকা পড়েছিল। আগুন নির্বাপণের পর ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছেছে। এছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ট্রেনও স্টেশনে পৌঁছেছে। সবমিলিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]