1632

01/29/2026 আবারো ভারতে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের বিশ্বরেকর্ড

আবারো ভারতে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের বিশ্বরেকর্ড

আর্ন্তজাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৭

আবারো একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের নতুন বিশ্বরেকর্ড হলো ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯৭ হাজার ৫৭০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২০১ জন। ভারতে এ পর্যন্ত ৪৬ লাখ ৫৯ হাজার ৯৮৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ লাখের বেশি রোগী। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭ হাজার ৪৭২ জন।

সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]