16216

05/11/2025 ২০০ মডেল মসজিদে হবে পবিত্র ঈদুল ফিতরের জামাত

২০০ মডেল মসজিদে হবে পবিত্র ঈদুল ফিতরের জামাত

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল ২০২৩ ১৮:১৬

সারাদেশে উদ্বোধন হওয়া ২০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ বছর পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন।

প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে সারাদেশে নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে প্রধানমন্ত্রী ইতোমধ্যে ৪ দফায় ২০০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন। উদ্বোধন হওয়া মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সেই প্রতিশ্রুতি অনুযায়ীয় নয় হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪ টি মসজিদের মধ্যে চার দফায় ২০০টির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশিষ্ট মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]