1621

05/18/2024 তৃতীয় শ্রেণির ছাত্রীর আত্মহত্যা, শিক্ষকের বিরুদ্ধে মামলা

তৃতীয় শ্রেণির ছাত্রীর আত্মহত্যা, শিক্ষকের বিরুদ্ধে মামলা

জেলা সংবাদদাতা, বরিশাল

১২ সেপ্টেম্বর ২০২০ ০৩:০৮

বরিশালের তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলাটি করেছেন স্কুল ছাত্রীর বাবা সুমন মিয়া।

প্রয়াত নুশরাত জাহান নোহা (৯) আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া দারুল ফালাহ প্রি ক্যাডেট একাডেমির ছাত্রী ছিল।

আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, গেল ৫ সেপ্টেম্বর দারুল ফালাহ প্রি ক্যাডেট একাডেমিতে মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রকাশিত ফলাফলে অকৃতকার্য হয় তৃতীয় শ্রেণির ছাত্রী নুশরাত জাহান নোহা।

“এ কারণে বুধবার সহপাঠীদের সামনে তাকে মারধর করেন শিক্ষক শফিকুল ইসলাম। রাতে তাদের বাড়ির ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে নোহা।”

ওসি বলেন, ধারণা করা হচ্ছে সহপাঠীদের সামনে মারধর করায় লজ্জায় সে আত্মহত্যা করেছে।

স্কুল শিক্ষক শফিকুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি করোনার মহামারির মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে দারুল ফালাহ প্রি ক্যাডেট একাডেমি কেন খোলা হয়েছে তাও খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

এছাড়া আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সে বিষয়টিও তদন্ত করা হবে বলে জানান ওসি আফজাল হোসেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]