16112

05/03/2024 সুইপার কলোনিতে অগ্নিকাণ্ড : দগ্ধ আরও একজনের মৃত্যু

সুইপার কলোনিতে অগ্নিকাণ্ড : দগ্ধ আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল ২০২৩ ১৮:১৫

রাজধানীর ওয়ারীর সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডে দগ্ধ কান্তা রানী(৬০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। রোববার(১৬ এপ্রিল) ভোর রাতের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, গত ২৭ তারিখে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে কান্তা রানী আমাদের এখানে ভর্তি হয়েছিলেন। পরে আইসিইউতে আজ ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ১৫ শতাংশ ফ্লেম বার্ন হয়েছিল। এর আগে এই ঘটনায় রাজু ও শান্তি রানী নামে আরও দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

উল্লেখ্য, গত ২৭ তারিখে মধ্যরাতে ওয়ারী থানার কাপ্তান বাজার সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় সাত জন অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্য থেকে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]