16008

05/10/2025 রাষ্ট্রপতির শপথের দিনক্ষণ স্পীকারকে অবহিত করলেন মন্ত্রিপরিষদ সচিব

রাষ্ট্রপতির শপথের দিনক্ষণ স্পীকারকে অবহিত করলেন মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল ২০২৩ ০১:২২

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের দিনক্ষণের বিষয়ে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অবহিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিব সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব স্পীকারকে নবনির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিনক্ষণ সম্পর্কে অবহিত করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৪ এপ্রিল ২০২৩ বেলা ১১টায় নবনির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]