15919

05/10/2025 বঙ্গবন্ধুর মৃত্যুর পর আমরা আ. লীগকে শক্তিশালী করেছি : মোশাররফ

বঙ্গবন্ধুর মৃত্যুর পর আমরা আ. লীগকে শক্তিশালী করেছি : মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

৯ এপ্রিল ২০২৩ ১৯:৩২

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর আমরা আওয়ামী লীগকে শক্তিশালী করেছি।

শনিবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৭ বিধিতে উপস্থাপিত প্রস্তাবের ওপর তৃতীয় দিনের আলোচনায় অংশ নিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

ইতিহাস স্মৃতিচারণ করে সাবেক গণপরিষদ সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করা হলো কোনো প্রতিরোধ নেই, কিছু নেই। অনেকে জড়িত ছিল, জিয়াউর রহমান সরাসরিভাবে জড়িত ছিল। বঙ্গবন্ধুর হাতে গড়া সামরিক বাহিনীর যারা সদস্য ছিল কেউ প্রতিবাদ করেনি। বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।

৭৩ এর নির্বাচনে একদিকে আওয়ামী লীগ আর সব অন্যদিকে। জামায়াতে ইসলাম, ইসলামি দলগুলো, জাসদ, বাসদ মানে যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র সবাই মিলে সেদিন বিরুদ্ধে ছিল। বঙ্গবন্ধুকে হত্যার পরে কোনো প্রতিবাদ হয়নি, আমরা অঝোরে কেঁদেছি। আমাদের হাতে কিছু ছিল না, কিছু করতে পারিনি, আমরা মুক্তিযোদ্ধা আমাদের হাতিয়ার ছিল না। কিন্তু আমরা বঙ্গবন্ধুর মৃত্যুর পরে এই সংগঠনকে শক্তিশালী করেছি।’

তিনি বলেন,‘এই যে জেনারেল ওসমানী, যাকে বঙ্গবন্ধু ভালোবাসতেন। তাকে দায়িত্ব দিয়েছিলেন, বীর উত্তম, বীর প্রতীক খেতাব দিয়েছে এবং যাকে পেয়েছে তাকে দিয়েছে। তিনি আমাকে টেলিফোন করে বলেছিল যে, আমি জনতা লীগ করেছি, আপনি আমার দলে থাকবেন। আমি বললাম আপনি কী বললেন? আমি তো দল করি। তিনি বললেন, কোন দল করেন? আমি বললাম আমি তো আওয়ামী লীগ করি। তখন তিনি বলেছিলেন, আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগে কী আছে?’

তিনি আরও বলেন, ‘আমাকে কেএম ওবায়দুর রহমান ফোন করে বলেছিলেন, আমি মিজান লীগ করি আপনি চট্টগ্রামের লোকদের নিয়ে আসেন। আমি তাকে চট্টগ্রামের ভাষায় গালি দিলাম ঠ্যাং ঠুং ভেঙে ফেলব। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে। এই ইতিহাস বিকৃত করেছে জেনারেল ওসমানী আমি এটা বলতে চাই।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]