1559

08/02/2025 বিডিনিউজ সম্পাদকের জামিন স্থগিত চায় দুদক

বিডিনিউজ সম্পাদকের জামিন স্থগিত চায় দুদক

নিজস্ব প্রতিবেদক

৮ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫৭

জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান এমন তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) এই আবেদন করা হয়।

গত ২৬ আগস্ট এ মামলায় তৌফিক ইমরোজ খালিদীকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিন দেন।

এর আগে গত ৩০ জুলাই দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ-ইস্ট ব্যাংক লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনো উৎস নেই। ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি উক্ত টাকা অর্জন করেছেন মর্মে প্রাথমিক তথ্য-উপাত্তে প্রমাণিত।

তৌফিক ইমরোজ খালিদী উক্ত অস্থাবর সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন, যা তার জ্ঞাতআয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে এজাহারে অভিযোগ আনা হয়েছে।


পরে ওই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। আবেদন শুনানি নিয়ে জামিন দেন আদালত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]