15502

04/28/2024 টিসিবির জন্য কেনা হবে ৮ হাজার টন মসুর ডাল

টিসিবির জন্য কেনা হবে ৮ হাজার টন মসুর ডাল

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ ২০২৩ ২২:৪৬

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৮ হাজার টন মসুর ডাল কেনা হবে। এ লক্ষ্যে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মসুর ডাল কেনার প্রস্তাবটি অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।

অতিরিক্ত সচিব জানান, সরকার ভারতীয় কোম্পানি উমা এক্সপো প্রাইভেট লিমিটেড থেকে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে। এতে মোট খরচ হবে ৭২ কোটি ৯১ লাখ টাকা। লোকাল এজেন্ট হিসেবে ফিউচার ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড ঢাকা মসুর ডাল সরবরাহ করবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এই প্রস্তাবটিতে কমিটি নীতিগত অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]