1542

05/21/2024 মেসেজ ফরওয়ার্ডিং সীমিত করল ফেসবুক

মেসেজ ফরওয়ার্ডিং সীমিত করল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক

৭ সেপ্টেম্বর ২০২০ ১৯:০২

মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ (বার্তা) ছড়িয়ে দেওয়া সুবিধা 'মেসেজ ফরওয়ার্ডিং'য়ে সীমাবদ্ধতা আরোপ করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

এখন থেকে বার্তা বা মেসেজ আকারে কোনো কিছু আগের মতো অগণিত ফেসবুক ব্যবহারকারীর মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে না।

একটি মেসেজ একসঙ্গে সর্বোচ্চ পাঁচজন ব্যবহারকারীর কাছে পাঠাতে পারবেন বার্তা প্রেরক।
সম্প্রতি নিজেদের এক ঘোষণায় এ তথ্য প্রকাশ করেছে ফেসবুক। ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জ্যায় সুলিভান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এখন থেকে মেসেজ একসঙ্গে সর্বোচ্চ পাঁচজন ব্যক্তি বা গ্রুপের মধ্যেই ফরওয়ার্ড করা যাবে। মিথ্যা তথ্য অথবা ঝুঁকিপূর্ণ কনটেন্ট ভাইরাল হওয়া বন্ধ করার জন্য এটা একটা কার্যকর উপায়।

জ্যায় সুলিভান আরও বলেন, ভুল তথ্য ছড়িয়ে যাওয়ার মতো বিষয়টি নিয়ন্ত্রণ করা সত্যিই খুব স্পর্শকাতর, বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময়ে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড এবং আরও কিছু দেশের নির্বাচন ঘনিয়ে আসছে। মানুষের মধ্যে যেন স্বচ্ছতা থাকে এবং তথ্যের যেন যথার্থতা থাকে, সে বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা চাই, ব্যবহারকারীদের কাছে ফেসবুক যেন একটি বিশ্বাসযোগ্য এবং নিরাপদ প্লাটফর্ম হিসেবে থাকে, যেন তারা বেশি সংখ্যক বন্ধু এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে।

সম্প্রতি ফেসবুক মালিকানাধীন আরেক প্লাটফর্ম হোয়াটসঅ্যাপেও ফরওয়ার্ডিং লিমিট চালু হয়েছিল। এর ফলে বিশ্বব্যাপী মেসেজ ফরওয়ার্ডিং ৭০ শতাংশ পর্যন্ত কমে এসেছে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]