1538

01/29/2026 অর্জুনের মাধ্যমেই আক্রান্ত মালাইকা?

অর্জুনের মাধ্যমেই আক্রান্ত মালাইকা?

বিনোদন ডেস্ক

৭ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৭

অর্জুন কাপুরের করোনায় আক্রান্তের খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর জানা গেলো তার প্রেমিকা মালাইকা অরোরাও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলিউডের এই প্রেমিক-প্রেমিকা।

এর আগে রবিবার দুপুরেই নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা ইনস্টাগ্রামে জানান অর্জুন কাপুর। এক পোস্টে তিনি লেখেন, আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমার কোনো উপসর্গ না থাকায় ঠিকই আছি। ডাক্তারের পরামর্শ মেনে নিজেকে আইসোলেশনে রেখেছি। আমি বাড়িতেই কোয়ারেন্টিনে থাকব।

অর্জুনের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তারকাদের দ্রুত আরোগ্য লাভের কামনার বন্যা বয়ে যায়। অনেকেই অর্জুনের দ্রুত আরোগ্য কামনা করেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ অর্জুনের প্রেমিকা মালাইকা অরোরার স্বাস্থ্য নিয়ে কৌতূহল প্রকাশ করেন। পরে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, মালাইকারও করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]