15368

05/14/2025 দুর্নীতির অভিযোগে চাকরি হারালেন ডিএসসিসির স্বাস্থ্য পরিদর্শক

দুর্নীতির অভিযোগে চাকরি হারালেন ডিএসসিসির স্বাস্থ্য পরিদর্শক

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ ২০২৩ ১৮:২০

মাসিক মাসোহারা, উৎকোচসহ অবৈধ সুবিধা আদায়, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফখরুদ্দিন মোবারক নামের এক স্বাস্থ্য পরিদর্শককে চাকরি থেকে অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে এ বিষয়ে একটি দপ্তর আদেশ জারি করেছেন ডিএসসিসির সচিব আকরামুজ্জামান।

অভিযুক্ত ব্যক্তিকে চাকরি থেকে অপসারণ করা সেই দপ্তর আদেশে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসও সই করে আদেশটি কার্যকর করেছেন।

দপ্তর আদেশে উল্লেখ করা হয়েছে, ডিএসসিসির অঞ্চল-৪ এর খাদ্য ও স্যানিটেশন উপ-শাখার স্বাস্থ্য পরিদর্শক ফখরুদ্দিন মোবারকের (অতিরিক্ত দায়িত্ব খাদ্য ও স্যানিটেশন উপশাখা, অঞ্চল-১০) বিরুদ্ধে বিভিন্ন ব্রেড, বিস্কুট এবং কনফেকশনারি থেকে মাসিক মাসোহারা, উৎকোচসহ অবৈধ সুবিধা আদায়, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তার এমন কর্মকাণ্ডের ফলে ডিএসসিসির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হওয়ায় হয়েছে। এতে করে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর ৬৪ (২) বিধি মোতাবেক চাকরি থেকে অপসারণ করা হলো।

এ বিষয়ে দপ্তর আদেশে সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, বিধি মোতাবেক স্বাস্থ্য পরিদর্শক ফখরুদ্দিন মোবারক ৯০ দিনের বেতন পাবেন। তাকে এ করপোরেশনের হিসাব বিভাগের সঙ্গে যোগাযোগ করে সব দেনা-পাওনা বুঝে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]