15317

05/04/2025 প্রথম ওভারেই উইকেট পেলেন অভিষিক্ত তানভীর

প্রথম ওভারেই উইকেট পেলেন অভিষিক্ত তানভীর

ক্রীড়া ডেস্ক

১৪ মার্চ ২০২৩ ২৩:০৭

নিজের অভিষেক ম্যাচেই ইনিংসের প্রথম ওভারে আক্রমণে তানভীর ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলেই বাউন্ডারি হজম করলেন। তবে ফিরতেও খুব বেশি সময় নিলেন না। এক বল পরই অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন এই স্পিনার। সল্টকে শূন্য রানে ফিরিয়ে ক্যারিয়ারের অভিষেক ম্যাচের অভিষেক ওভারে অভিষেক উইকেট শিকার করেন তানভীর।

সর্বশেষ বিপিএলে দুর্দান্ত বোলিং করেছিলেন তানভীর ইসলাম। তার পুরস্কার স্বরূপ ডাক পান ইংল্যান্ডেরের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল। প্রথম দুই টি-টোয়েন্টিতে একাদশে সুযোগ না মিললেও শেষ ম্যাচে এসে লাল সবুজের জার্সিতে অভিষেক হয় তার।

১ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৮ রান।

এর আগে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন লিটন। এছাড়া সিরিজজুড়ে দ্যুতি ছড়ানো নাজমুল হোসেন শান্ত আজও ৪৭ রানে অপরাজিত ছিলেন। এই দুই জনের ব্যাটে চড়ে ইংল্যান্ডকে ১৫৯ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]