15135

05/03/2025 যুবদল নেতা মোনায়েম মুন্না ২ দিনের রিমান্ডে

যুবদল নেতা মোনায়েম মুন্না ২ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

১০ মার্চ ২০২৩ ০৪:৩০

রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ মার্চ) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আব্দুল মোনায়েম মুন্নার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (৮ মার্চ) বিকেলে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।

এদিন সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শাহজাহানপুর থেকে তাকে আটক করে পুলিশ। এরপর গত বছরের ৭ ডিসেম্বর শাহজানপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আজ আদালতে হাজির করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]