1429

05/16/2024 করোনায় আরো ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৯৫০ জন

করোনায় আরো ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৯৫০ জন

নিজস্ব প্রতিবেদক

১ সেপ্টেম্বর ২০২০ ২৩:২৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিনের চেয়ে শনাক্তের হারও কমেছে। একই সময়ে মারা গেছেন ৩৫ জন। আগের দিনের চেয়ে মৃত্যু বেড়েছে।

সব মিলিয়ে দেশে ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জনের করোনা শনাক্ত হলো। এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৪ হাজার ৩১৬ জন।

আজ মঙ্গলবার দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন পুরুষ ও ১৪ জন নারী। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯০ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮ হাজার ১৭৭ জন।

গতকাল সোমবার ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৪ জনের করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৩৩ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে ৯২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২০৯টি নমুনা। আগের দিন ১২ হাজার ৪৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৪১২টি নমুনা।

দেশে করোনায় সংক্রমিত প্রথম ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে গত ৮ মার্চ। করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]