1425

05/21/2024 ইনস্টাগ্রামে ভুয়া লাইক, ফেসবুকের মামলা

ইনস্টাগ্রামে ভুয়া লাইক, ফেসবুকের মামলা

তথ্য প্রযুক্তি ডেস্ক

১ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪২

ভুয়া ইনস্টাগ্রাম লাইক প্রশ্নে আবারও আদালতের শরণাপন্ন হল ফেসবুক। সম্প্রতি এক ভুয়া লাইক এবং কমেন্ট বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি। ফেসবুক বলছে, ‘নাকরুটকা’ নামের সেবার মাধ্যমে ‘বট এবং স্বচালিত সফটওয়্যার ব্যবহার করে ভুয়া লাইক, কমেন্ট, ভিউ এবং ফলোয়ার দেয়া হতো ইনস্টাগ্রামে।

’ ‘নাকরুটকা’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ‘মোবিবার্ন’ নামের এক ডেভেলপারের বিরুদ্ধেও ম্যালিশাস সফটওয়্যার দিয়ে ডেটা হাতানোর অভিযোগে মামলা ঠুকেছে প্রতিষ্ঠানটি। ‘মোবিবার্ন’-এর ব্যাপারে নিরাপত্তা গবেষকরা ফেসবুককে সতর্ক করেছিলেন।

তারা বলেছিলেন, ওই ডেভেলপার ‘ডিভাইস থেকে ফেসবুকের অনুরোধ করা ডেটা’ হাতিয়ে নেয়। এ ধরনের ডেটার মধ্যে ব্যক্তির নাম, সময়, বয়স, ই-মেইল আইডি ও লিঙ্গ সম্পর্কিত তথ্য থাকত। ‘মোবিবার্ন সফটওয়্যার’ ইনস্টল করার পরপরই বেহাত হয়ে যেত ডেটা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]