1322

07/12/2025 ২ ছবিতে নায়িকা হয়ে আসছেন দীঘি

২ ছবিতে নায়িকা হয়ে আসছেন দীঘি

বিনোদন ডেস্ক

২৬ আগস্ট ২০২০ ১৫:৩৯

শিশুশিল্পী হিসেবে খ্যাতি পাওয়া দীঘি ঢাকাই ছবিতে নায়িকা হয়ে আসছেন। পড়াশুনার কারণে এতোদিন রূপালি পর্দা থেকে দূরে ছিলেন।

দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিগুলোর নাম- ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘ধামাকা’। দুটি ছবিতেই নায়ক শান্ত খানের বিপরীতে দেখা যাবে দিঘীকে।

ইতিমধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির শুটিংও শুরু হয়েছে বলে এফডিসি সূত্রে জানা গেছে।

প্রথম নায়িকা চরিত্রে অভিনয় প্রসঙ্গে দীঘি বলেন, আমি কোন ছবি করব আর কোনটা ফিরিয়ে দেব তার তার সিদ্ধান্ত নিতেন মা। মা বেঁচে নেই। এখন আমার সব সিদ্ধান্ত নেন বাবা। বাবার ইচ্ছাতেই ছবি দুটোতে কাজ করছি।

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে তিনবার চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন দীঘি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]