12581

04/29/2024 সৌদির কাছে হেরেই শক্তিশালী হয়েছে আর্জেন্টিনা

সৌদির কাছে হেরেই শক্তিশালী হয়েছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

১ ডিসেম্বর ২০২২ ০৩:৫৯

লিওনেল মেসির সবশেষ বিশ্বকাপ এটা। সে কারণেই শিরোপা জয়ের দৃঢ় মনোবল নিয়ে কাতারে পা রেখেছিল আর্জেন্টিনা দল। তবে বিশ্বকাপ মিশনের নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খায় আলবিসেলেস্তারা। হেরে বসে নিজেদের থেকে খর্ব শক্তির দল সৌদি আরবের বিপক্ষে।

আর এই হারেই নাকি আর্জেন্টিনা দল আরও দৃঢ় ও শক্তিশালী হয়ে উঠেছে। দলটির ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেস মনে করছেন এমনটিই। গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আজ বুধবার মাঠে নামার আগে অবশ্য গতকাল সংবাদ সম্মেলনে আসেন এই ডিফেন্ডার।

এসময় লিসান্দ্রো মার্টিনেস বলেন, ‘এশিয়ার দেশটির কাছে হার দল হিসেবে আমাদের আরও দৃঢ় ও শক্তিশালী করে তুলেছে। সৌদি আরবের বিপক্ষে ম্যাচটি আমাদের টনিক হিসেবে কাজ করেছে।’

মার্টিনেস আরও বলেন, ‘কোপা আমেরিকা বা ফিনালিসিমা জয়, যাই হোক না কেন, বিশ্বকাপের একটি ম্যাচের সঙ্গে এর তুলনা করা যায় না। ম্যাচগুলো এখানে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। মাঠে আমরা আরও অনেক কিছু দিতে চাই। আমরা যে লক্ষ্য নিয়ে এসেছি, সেখানে এখনও পৌঁছাতে পারিনি।’

‘ই’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পোল্যান্ড। আর্জেন্টিনা ও সৌদি আরবের পয়েন্ট যথাক্রমে তিন। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের দুইয়ে লিওনেল মেসিরা। আর ১ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে মেক্সিকো।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]