12172

11/06/2025 ক্যান্সার চিকিৎসায় গার্ডিয়ান লাইফের ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যান উদ্বোধন

ক্যান্সার চিকিৎসায় গার্ডিয়ান লাইফের ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২২ ০১:২৫

ক্যান্সার চিকিৎসার জন্য দেশে প্রথমবারের মতো ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যানের উদ্বোধন করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সোমবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এ ইন্স্যুরেন্স প্ল্যানের উদ্বোধনী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রাকিবুল করিম, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের প্রতিষ্ঠাতা নাজমুস আহমেদ আলবাব ও সাধারণ সম্পাদক মাহজাবিন ফেরদৌস।

গার্ডিয়ান লাইফের সিইও শেখ রাকিবুল করিম বলেন, গার্ডিয়ান লাইফ সবসময় বাংলাদেশে বিশ্বমানের জীবন ও স্বাস্থ্য বীমা পরিষেবা প্রবর্তনের চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা এই সাশ্রয়ী ডিজিটাল ক্যান্সার কেয়ার প্ল্যান চালু করলাম। ক্যান্সারের চিকিৎসায় এটি একটি নতুন মাইলফলক যোগ করবে বলে আশা করছি।

গার্ডিয়ান ক্যান্সার কেয়ার পরিষেবাটি গার্ডিয়ান লাইফের ডিজিটাল প্লাটফর্ম ‘ইজিলাইফ’র অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। ইন্স্যুরেন্স প্ল্যানটির শর্ত অনুযায়ী, পলিসি গ্রাহক ভবিষ্যতে ক্যান্সারে আক্রান্ত হলে তাকে ২০ লক্ষ টাকা পর্যন্ত বীমা দেওয়া হবে। এছাড়া পলিসি গ্রাহকের আর্লি স্টেজে ক্যান্সার শনাক্ত হলে তাকে পরবর্তী ৩ বছরের বীমা প্রিমিয়াম মওকুফ করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]