12097

05/19/2024 বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির

বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির

ক্রীড়া ডেস্ক

১১ নভেম্বর ২০২২ ০৫:৫৬

কাতারের ফুটবল বিশ্বকাপ শুরুর বাকি মাত্র ৯ দিন। বিশ্ব আসরকে সামনে রেখে দল ঘোষণা করতে শুরু করেছে দলগুলো। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছে জার্মানি।

হ্যান্সি ফ্লিকের বিশ্বকাপ দলে আছে একটি বড় চমক। ১৭ বছর বয়সী ইউসুফা মৌকোকো বিশ্বকাপ দলে জায়গা দিয়েছেন জার্মান কোচ। বরুশিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার মৌকোকো এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেননি একটি ম্যাচও।

জাতীয় দলে সুযোগ না পেলেও বয়সভিত্তিক দলে জার্মানির হয়ে বেশকিছু সাফল্য রয়েছে মৌকোকোর। খেলেছেন জার্মানদের হয়ে অনুর্ধ্ব-১৬ ও অনুর্ধ্ব-২১ ফুটবল দলে। তবে চলতি মৌসুমে বুন্দেসলিগা জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে তার পারফরম্যান্স নজর কেড়েছে কোচের। এ মৌসুমে ১৩ ম্যাচ খেলে ৬টি গোল করেছেন মুকাকা, জার্মান স্ট্রাইকারের নামের পাশে আছে ৪টি অ্যাসিস্টও।

২৬ জনের দলে জায়গা হয়নি অভিজ্ঞ সেন্টার ব্যাক ম্যাটস হুমেলসের। ইনজুরির কারণে দলে নেই বরুশিয়া ডর্টমুন্ডের অধিনায়ক মার্কো রিউস। ইনজুরির পর পূনর্বাসনের কারণে দলে সুযোগ পাননি ফ্লোরিয়ান উইর্টজ।

বিশ্বকাপে জার্মানির স্কোয়াড-

গোলরক্ষক: ম্যানুয়েল নয়ার, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্র্যাপ।

ডিফেন্ডার: ম্যাথিয়াস গিন্টার, আন্তোনিও রুডিগার, নিকলাস সুয়েল, নিকো স্লোটারবেক, থিলো কেহেরার, ডেভিড রাউম, লুকাস ক্লোস্টারম্যান, আর্মেল কোস্টেরম্যান, ক্রিশ্চিয়ান গুয়েন্টার।

মিডফিল্ডার: ইকাই গুন্দোগান, জোনাস হফম্যান, লিওন গোরেটজকা, সার্জ নাব্রি, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ইয়াশুয়া কিমিখ, থমাস মুলার, জুলিয়ান ব্র্যান্ডট, মারিও গোটজে।

ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ইউসুফা মৌকোকো, নিকলাস ফুয়েলক্রুগ, করিম আদেইমি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]