1205

05/17/2024 নভেম্বরের মধ্যে ৩ লাখ মানুষ প্রাণ হারাবে যুক্তরাষ্ট্রে

নভেম্বরের মধ্যে ৩ লাখ মানুষ প্রাণ হারাবে যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক

৭ আগস্ট ২০২০ ১৬:৩৮

মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে অর্ধকোটির বেশি মানুষ করোনা ভাইরাসের শিকার হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ প্রায় ৬৩ হাজার ভুক্তভোগীর। এমন অবস্থায় আগামী নভেম্বরের মধ্যেই যার সংখ্যা ৩ লাখে পৌঁছবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ডিসেম্বরের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখে দাঁড়াবে। কিন্তু, মাস্কের ব্যবহার অত্যন্ত বেড়ে গেলে প্রায় ৭০ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন’র পরিচালক ডা. ক্রিস্টোফার মুরে বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমরা নাটকীয় পরিবর্তন লক্ষ্য করছি। যেখানে দেখা যাচ্ছে, সংক্রমণ বাড়লে মানুষ মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মানার ওপর গুরুত্ব দিচ্ছে। কিন্তু একটু কমে গেলে আবারও তারা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে।’

তার মতে, সংক্রমণ একেবারে কমে না আসা পর্যন্ত মানুষ যদি স্বাস্থ্যবিধি না মেনে চলে তাহলে অবস্থা আরও খারাপের দিকে যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]