11868

05/08/2024 কানের লতি কুঁচকে যাওয়া হার্ট অ্যাটাকের লক্ষণ নয় তো?

কানের লতি কুঁচকে যাওয়া হার্ট অ্যাটাকের লক্ষণ নয় তো?

লাইফস্টাইল ডেস্ক

১ নভেম্বর ২০২২ ০১:৫২

হার্ট অ্যাটাক এখন শুধু বয়স্কদের মধ্যেই দেখা যাচ্ছে না, কমবয়সীরাও এতে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, প্রতিবছর হার্ট অ্যাটাকেই অধিকাংশ মানুষ মারা যান।

এর কারণ হলো হৃদরোগের লক্ষণ অনেক সময়ই প্রকাশ পায় না। আর যখন প্রকাশ পায় তখন অনেকে তা অবহেলা করেন কিংবা টেরও পান না। এজন্য এ বিষয়ে সবারই আগে থেকে সচেতন হওয়া জরুরি। না হলে সময়মতো হার্ট অ্যাটাক প্রতিরোধ করা সম্ভব হয় না।

বিশেষজ্ঞদের মতে, অস্বাস্থ্যকর জীবনধারা, অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক উদ্বেগ সব মিলিয়েই বাড়ছে উচ্চ রক্তচাপের মতো সমস্যা। এই উচ্চ রক্তচাপের হাত ধরেই শরীরে বাসা বাঁধছে হৃদরোগ। ঝুঁকি বাড়ছে হার্ট অ্যাটাকের।

সিডিসি’র তথ্য অনুসারে, হার্ট অ্যাটাকের লক্ষণগুলো পুরুষ ও নারীর ক্ষেত্রে আলাদা হতে পারে। তবে দু’ক্ষেত্রেই সাধারণ একটি উপসর্গ হলো বুকে ব্যথা।

এর সঙ্গে নারীদের ক্ষেত্রে অন্যান্য আরও কিছু সাধারণ লক্ষণ প্রকাশ পায় যেমন- বমি ভাব, শ্বাসকষ্ট, পিঠ বা চোয়ালের ব্যথা ইত্যাদি।

হার্ট অ্যাটাকের অন্যান্য লক্ষণগুলো হলো-

১. বুকের বাঁ দিকে চিনচিনে ব্যথা
২. বুকে চাপ ও
৩. অস্বস্তি

এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে হৃদরোগের প্রাথমিক লক্ষণ হিসেবে প্রকাশ পায়। তবে অনেকেরই হয়তো জানা নেই যে হার্ট অ্যাটাকের লক্ষণ ফুটে ওঠে কানেও।

কানে কোন লক্ষণ দেখা দেয়?

চিকিৎসকরা জানাচ্ছেন, হার্ট অ্যাটাকের আগাম সঙ্গেত হিসেবে কানের লতি কুঁচকে যাওয়া কিংবা কান নীল হয়ে যাওয়াসহ কানে ব্যথার মতো কিছু উপসর্গ দেখা দিতে পারে।

অনেকেই বিষয়টি এড়িয়ে যান। তবে হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে হলে এর আগাম সব লক্ষণ জেনে রেখে সতর্ক থাকতে হবে।

তবে শুধু কানের উপসর্গগুলো নয়, এর সঙ্গে যদি বুকে ব্যথা থাকে তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]