11598

05/18/2024 আবারও টি-টোয়েন্টির শীর্ষস্থানে সাকিব

আবারও টি-টোয়েন্টির শীর্ষস্থানে সাকিব

ক্রীড়া ডেস্ক

২০ অক্টোবর ২০২২ ০১:০৬

সাকিব আল হাসান টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আবারও শীর্ষস্থানে। আফগান অধিনায়ক মোহাম্মদ নবিকে পেছনে ফেলে এই সিংহাসন পুনরুদ্ধার করলেন টাইগার অধিনায়ক। বিশ্বকাপ মিশন শুরুর আগেই সুসংবাদ পেলেন তিনি।

নিউজিল্যান্ডের মাটিতে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে দল ব্যর্থ হলেও ব্যাট ও বল হাতে পারফর্ম করেছেন সাকিব আল হাসান। তিন ম্যাচে ১৫৪ রান করে সিরিজে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠেছেন সাকিব। ২০ পয়েন্ট কম নিয়ে তার পরেই আছেন নবি। তিন নম্বরে থাকা মইন আলীর রেটিং পয়েন্ট ১৮৮।

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এগিয়েছেন নামিবিয়ার স্মিট ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বিশ্বকপে ভালো পারফর্ম করে চার ধাপ করে এগিয়েছেন দুজনেই। স্মিট এখন আছেন চার নম্বরে আর রাজার অবস্থান সপ্তম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]