11530

05/18/2024 ১৪০০ সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ ইসির

১৪০০ সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ ইসির

ডেস্ক রিপোর্ট

১৮ অক্টোবর ২০২২ ০১:৪৩

আজ সকাল ৯টা থেকে দেশের ৫৭টি জেলা পরিষদে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলেছে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে ৪৬২টি ভোটকেন্দ্রের ৯২৫টি কক্ষে স্থাপন করা হয় এক হাজার ৪০০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। যার মাধ্যমে পুরো নির্বাচন পর্যবেক্ষণ করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে গিয়ে দেখা যায়, ভবনের ৪১৩ নম্বর রুমে তৈরি করা হয়েছে ‘পর্যবেক্ষক রুম’। সেখানে বসেই নির্বাচন পর্যবেক্ষণ করেছেন প্রধান নির্বাচন কমিশনারসহ তার সহযোগীরা। রুমের দেয়ালে থাকা ১২টি বড় মনিটর নিয়ন্ত্রণ করা হয়েছে ছয়টি কম্পিউটারের মাধ্যমে। প্রয়োজন অনুসারে অপারেটররা বিভিন্ন কেন্দ্র ও ভোটকক্ষের পরিস্থিতি দেখিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইভিএমে হয়েছে নির্বাচনের ভোটগ্রহণ। ফলে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ মনিটরিংয়ের জন্য স্থাপন করা হয় সিসিটিভি। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া সিসিটিভি ও ইভিএম মেশিন সচল রাখতে কেন্দ্রসংশ্লিষ্ট এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়।

এবারের জেলা পরিষদ নির্বাচনে ৫৭টি জেলার চেয়ারম্যান পদে প্রার্থী ৯২ জন, সদস্য পদে এক হাজার ৪৮৫ জন ও সংরক্ষিত পদে ৬০৩ জন রয়েছেন। ৫৭টি জেলায় সাধারণ ওয়ার্ড সংখ্যা ৪৪৮টি, সংরক্ষিত ওয়ার্ড ১৬৬টি। ভোটকেন্দ্র ৪৬২টি ও ভোটকক্ষ ৯২৫টি। মোট ভোটার ৬০ হাজার ৮৬৬ জন।

এ ছাড়া নির্বাচনে ২৬ জন চেয়ারম্যান, ১৮ জন মহিলা সদস্য এবং ৬৫ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন আদালতের নির্দেশনায় স্থগিত করা হয়েছে। অপরদিকে ভোলা ও ফেনী জেলায় নির্বাচনের প্রয়োজন হয়নি। সেখানে সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]