11504

05/19/2024 কাল থেকে শুধু ফ্যামিলি কার্ডে মিলবে টিসিবির পণ্য

কাল থেকে শুধু ফ্যামিলি কার্ডে মিলবে টিসিবির পণ্য

অর্থনীতি ডেস্ক

১৭ অক্টোবর ২০২২ ০৪:৩৯

সোমবার (১৭ অক্টোবর) থেকে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) সাশ্রয়ী দামে পণ্য বিক্রি শুরু করছে। তবে এবার ট্রাকে নয়, শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে নির্দিষ্ট চারটি পণ্য বিক্রি করা হবে।

রবিবার (১৬ অক্টোবর) টিসিবি আঞ্চলিক কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এই কার্যক্রম চলবে এ মাসের শেষ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীসহ সারাদেশে নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য (তেল, তিনি, ডাল ও পিঁয়াজ) বিক্রি করবে টিসিবি। এই বিক্রয় কার্যক্রম ডিলারগণের দোকান-নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

টিসিবির নির্ধারতি মূল্যে প্রতি কেজি চিনি ৫৫, মুসর ডাল ৬৫ ও সয়াবিন তেল ১১০ টাকা, পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। এর মধ্যে পেঁয়াজ স্থানভেদে পাওয়া যাবে। এক কার্ডে চিনি সর্বোচ্চ এক কেজি এবং ডাল, তেল ও পেঁয়াজ সর্বোচ্চ দুই কেজি কেনা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]