11314

05/16/2024 মেসির ভাস্কর্য বানাবে বার্সেলোনা

মেসির ভাস্কর্য বানাবে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

১১ অক্টোবর ২০২২ ০০:৪৪

২০২১ সালে প্রায় ২০ বছরের সম্পর্ক শেষে বার্সেলোনা ছাড়েন লিওনেল মেসি। বিদায় বেলায় ফেয়ারওয়েলও ঠিকমতো পাননি আর্জেন্টাইন তারকা। তবে ৭ বারের ব্যালন ডি’অর জয়ীর প্রতি কৃতজ্ঞতা জানাতে ক্লাবটির ঐতিহাসিক স্টেডিয়াম ক্যাম্প ন্যুয়ের বাইরে মেসির ভাস্কর্য নির্মাণ করা হবে।

বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ক্যাম্প ন্যুয়ের বাইরে লিওনেল মেসির একটি ভাস্কর্য বানাবো। এই সিদ্ধান্তটি নিশ্চিত করা হয়েছে।’

এদিকে ফুটবল বিশ্বে গুঞ্জন চলছে আগামী মৌসুমেই বার্সায় ফিরছেন মেসি। যেখানে আগামী মৌসুমেই পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তি শেষ হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]