11294

04/24/2024 প্রতারক সাগর: তার টার্গেট মেয়র, চেয়ারম্যান ও রাজনীতিবিদ

প্রতারক সাগর: তার টার্গেট মেয়র, চেয়ারম্যান ও রাজনীতিবিদ

ডেস্ক রিপোর্ট

১০ অক্টোবর ২০২২ ০১:৪৮

২০০৩ সালে পটুয়াখালীতে এক ছাত্রলীগ কর্মীকে হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি ফোরকান মৃধা ওরফে আনোয়ারুল ইসলাম সাগর ওরফে সাগর মৃধা।

মামলার পর এলাকা থেকে পালিয়ে নাম পাল্টে বরিশালের বাকেরগঞ্জে গিয়ে শুরু করেন ডাকাতি।

সেই মামলায় জেল খেটে ঢাকায় ফিরে কখনো উপসচিব কখনো যুগ্ম সচিব হিসেবে পরিচয়ে শুরু করেন প্রতারণা।

চাকরি ও বিদেশে পাঠানোর নামে প্রতারণা করে গত তিন বছরে হাতিয়ে নিয়েছেন প্রায় ২০ কোটি টাকা। পাঁচ বিঘা জমির ওপর বানিয়েছেন বাড়ি। আছে মার্কেটও। তার প্রতারণার শিকার মেয়র, ইউপি চেয়ারম্যান ও রাজনীতিবিদ।

সম্প্রতি গোয়েন্দা পুলিশের হাতে ফোরকান মৃধা ওরফে আনোয়ারুল ইসলাম সাগর ওরফে সাগর মৃধা গ্রেফতার হওয়ার পর এসব তথ্য বেরিয়ে এসেছে।

ডিএমপির ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, ফোরকান মৃধা ওরফে আনোয়ারুল ইসলাম সাগর ওরফে সাগর মৃধার বাড়ি বরিশাল কিন্তু সে রাজশাহীর অনেক মানুষকে প্রতারিত করেছে। নিজেকে সচিব পরিচয় দিয়ে ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে।

এদিকে গ্রেফতারের পর ১০ দিন না যেতেই জামিনে বের হন প্রতারক ফোরকান মৃধা ওরফে আনোয়ারুল ইসলাম সাগর ওরফে সাগর মৃধা।
এরপর থেকেই তার বিরুদ্ধে যারা মামলা করেছেন তাদের নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]