11047

04/19/2024 বঙ্গবন্ধু কন্যার জন্মদিন উপলক্ষ্যে গান ‘বাংলাদেশের নেতা’

বঙ্গবন্ধু কন্যার জন্মদিন উপলক্ষ্যে গান ‘বাংলাদেশের নেতা’

বিনোদন ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩৫

বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। আওয়ামী লীগ সভানেত্রীর জন্মদিনকে ঘিরে দেশ জুড়ে চলছে নানান আয়োজন। তাকে ঘিরে প্রকাশিত হয়েছে একাধিক গানও।

জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি গান লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেল। যার শিরোনাম ‘বাংলাদেশের নেতা’। এতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, লিংকন ডি কস্তা, জাহিদ নিরব ও মাশা ইসলাম। সুর-সংগীত করেছেন পাভেল আরিন। পরিকল্পনা ও প্রযোজনায় ছিলেন ইয়াসির মাহমুদ খান। ভিডিও নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ।

গানটির মুখ-‘আমার সুখে আমার দুখে বৃষ্টি নামে তোমার চোখে ভাঙে নদীর ঢেউ/ তুমি দেশের তুমি দশের তুমি আমাদের মতো কেউ/ রাখি তোমায় মন-গহীনে হৃদয় আছে যেথা/ বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা...।’

গানটি প্রসঙ্গে গীতিকবি জুলফিকার রাসেল জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আমাদের ক্ষুদ্র নিবেদন এটি। আমরা চেষ্টা করেছি কথা-সুর-চিত্রে নেত্রীর জন্মদিনে সুরেলা একটি উপহার দেয়ার।’

উল্লেখ্য, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অন্তর্জালে প্রকাশিত হয়েছে ‘বাংলাদেশের নেতা’।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]