1104

05/18/2024 হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের আদেশ যুক্তরাষ্ট্রের, উত্তেজনা

হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের আদেশ যুক্তরাষ্ট্রের, উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই ২০২০ ০০:৩২

বেইজিংয়ের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার কারণে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের চীনা দূতাবাস শুক্রবারের মধ্যে বন্ধের আদেশ দিয়েছে মার্কিন প্রশাসন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমেরিকার মেধাস্বত্ব রক্ষার জন্য এ আদেশ দেওয়া হয়েছে।

বুধবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে মার্কিন সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, এটি আপত্তিজন ও অবিচার।

যুক্তরাষ্ট্রের এমন বিবৃতির পরে হিউস্টনে চীনা কনস্যুলেট ভবন থেকে ধোঁয়ার কুন্ডুলি উড়তে দেখা গেছে।

নিউইয়র্ক টাইমস বলছে, ধারণা করা হচ্ছে অফিস বন্ধ করার আগে চীনা কর্মকর্তারা তাদের নথিপত্র হয়ত পুড়িয়ে ফেলছেন।

কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা বেড়ে চলছে। করোনাভাইরাস নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধ চলার মধ্যেই হংকংয়ে নতুন বিতর্কিত নিরাপত্তা আইন চালুর পরেই দ্বন্দ্ব বেড়ে যায়।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, চীন করোনাভাইরাস টিকা গবেষণায় হ্যাকিং করার চেষ্টা করেছে। দুজন চীনা নাগরিককে এই হ্যাকিংয়ে জড়িত থাকার জন্য অভিযুক্ত করা হয়েছে। তারা এসব তথ্য চুরির জন্য রাষ্ট্রীয় এজেন্টদের সহায়তা পেয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]